বেরোবিতে নববর্ষ বিতর্ক স্ফুরণের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

IMG_2378-1গত ৮ এপ্রিল ২০১৬ খিস্টাব্দে শুরু হয়েছিল বাংলা নববর্ষ বিতর্ক স্ফুরণ ১৪২৩ বঙ্গাব্দ। এই আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের প্রায় ৭০ জন বিতার্কিক অংশগ্রহণ করেছে। গত ৮ এপ্রিল আয়োজনটি রংপুর রিজিওনাল ডিবেট ওর্য়াকশপের মাধ্যমে শুরু হয়েছিল। এরপর ১৫ ও ১৬ এপ্রিল ২০১৬ (২রা, ৩রা বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ) অনুষ্ঠিত হয় মুল প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি বাংলা সংসদীয় ও ইংরেজি সনাতনী ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। ইংরেজি সনাতনী ধারার বিতর্কে চ্যাম্পিয়ন হয় ইংরেজি বিভাগের পঞ্চম ব্যাচ এবং রানার আপ হয় ষষ্ঠ ব্যাচ। সনাতনী ধারার বির্তকে বেস্ট স্পিকার অব দ্য টুনার্মেন্ট হয় মোঃ জাকির ইসলাম। বাংলা সংসদীয় ধারার বিতর্কে চ্যাম্পিয়ন হয় ইংলিশ কালচারাল সোসাইটি ডিবেটিং ক্লাব এবং রানার আপ হয় বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা)। বেস্ট স্পিকার অব দ্যা টুনার্মেন্ট হয় ব্রুডার সালমান বিন হাফিজ। পুরষ্কার প্রদান করেন মাননীয় উপাচার্য প্রফেসর এ কে এম নুরুন্নবী। এ সময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক কাসফিয়া আনওয়া, জিনাত শারমিন, আসিফ আল মতিন এবং আলি রায়হান সরকার। আয়োজনটির কো-অরডিনেটর রক্তিম মিলন জানিয়েছেন, “বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগ ও ক্লাবগুলোকে নিয়ে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে শিক্ষার্থীদেরর্থীদের মধ্যে আগ্রহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়বার মত। নিয়মিত অনুশীলন এবং ধারাবাহিক আয়োজনের মধ্য দিয়ে আমরা ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।” উল্লেখ্য যে, ইংলিশ কালচারাল সোসাইটি ডিবেটিং ক্লাব নিয়মিত বিতর্কেরর আয়োজন করে।