গোয়াইনঘাট চৌধুরী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য ডেউটিন প্রদান
ওসেক কর্তৃক পরিচালিত গোয়াইনঘাট চৌধুরী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য এসেডের ডেউটিন প্রদান উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকাল ৪টায় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওসেক সভাপতি মিজানুুল হক মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্চয় কুমার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসেডের সভাপতি মো: মোজাম্মেল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, সীমান্তবর্তী সম্ভানাময় গোয়াইনঘাট উপজেলায় প্রাথমিক শিক্ষার হার ও অভিভাবক সচেতনতা যথারীত বৃদ্ধি পাচ্ছে, যা আমাদেরকে নতুন করে আশার সঞ্চার যোগাচ্ছে। আমরা আশা করি এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছড়িয়ে পড়বে দিক দিগন্তে। হাল ধরবে জাতির সকল সংকটময় মূহুর্তে। বিদ্যালয়ের সম্ভাব্য সকল সংস্কারের জন্য আমরা আপনাদের পাশে থাকব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেড সাধারণ সম্পাদক হেলাল আহমদ, অর্থ সম্পাদক আলিম হোসেন তাফাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি শিক্ষানুরাগী কামরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।