সৌদি উপহার বন্যায় ভেসেছে ওবামা পরিবার; মদও ছিল
ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবের সাবেক রাজা আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন আলে সৌদের দেয়া উপহার বন্যায় ভেসেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবার। সৌদির সাবেক রাজা ও অন্যান্য কর্মকর্তা ২০১৪ সালে ওবামা পরিবারকে ১৩ লাখ ডলারের উপহার সামগ্রী দিয়েছেন যার মধ্যে মদও ছিল। মার্কিন পররাষ্ট্র দফতর চলতি সপ্তাহে এ তথ্য প্রকাশ করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০১৪ সালের ১৪ জানুয়ারি প্রেসিডেন্ট ওবামাকে সৌদি সরকার ১৮ হাজার ৪০০ ডলারের একটি হাতঘড়ি উপহার দেয়।ঘড়িটি সোনা ও রূপার তৈরি এবং চামড়ার ব্যান্ড রয়েছে তাতে।
এছাড়া, এপ্রিল মাসে রাজা আবদুল্লাহ ৬৭ হাজার ডলার মূল্যের আরো একটি ঘড়ি উপহার দেন ওবামাকে।এ ঘড়িটি ছিল হোয়াইট গোল্ডে তৈরি এবং এতেও চামড়ার ব্যান্ড রয়েছে। মার্চ মাসে বারাক ওবামাকে সৌদি রাজা মক্কা ক্লক টাওয়ারের একটি প্রতিকৃতি উপহার দেন যা তৈরি হয়েছে সোনা ও রূপা দিয়ে এবং এর মূল্য ছিল ৫৭ হাজার ডলার।এ অর্থ আমেরিকার একটি মধ্যবিত্ত পরিবারের বার্ষিক আয়ের সমান।
২০১৪ সালের ১৪ জানুয়ারি সৌদি রাজা আবদুল্লাহ প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রীকে পাঁচ লাখ ৬০ ডলার মূল্যের হীরা ও পান্নার তৈরি একটি সেট উপহার দেন যাতে ছিল নেকলেস, ইয়ারিং, আংটি ও ব্রেসলেট।
মার্কিন ফার্স্ট লেডি সৌদি রাজার কাছ থেকে একই ধরনের আরো একটি সেট উপহার পেয়েছেন যার মূল্য ছিল পাঁচ লাখ ৭০ হাজার ডলার। রাজা আব্দুল্লাহ ওবামার দুই মেয়ের কথাও ভুলে যান নি। ওই সফরের সময় তিনি ওবামার দুই মেয়ের জন্য ৮০ হাজার ডলারের মূল্যের হীরা ও চুন্নি পাথরে তৈরি সেট উপহার দেন যাতে ছিল নেকলেস, ইয়ারিং, আংটি, ব্রুচ ও হাতঘড়ি।২০১৪ সালে বারাক ওবামা সৌদি রাজার কাছ থেকে ৩০ বোতল মদ এবং এক বোতল ফরাসি কনইয়াক উপহার পেয়েছেন। এই এক বোতল কনইয়াক বা উৎকৃষ্ট মদের দাম ৬১৫ ডলার।ওই বছরের শেষ দিকে সৌদি মিনিস্টার অব ন্যাশনাল গার্ড প্রিন্স মিতেব বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ আলে সৌদ ওবামাকে একটি ১০ ইঞ্চি উঁচু খেজুর গাছের প্রতিকৃতি উপহার দেন যা সোনা ও রূপা দিয়ে তৈরি করা হয়েছে।খেজুর গাছটি সবুজ মার্বেল বেইজের ওপর বসানো।
এছাড়া, কয়েকটি গাউন ও দুটি পারফিউম উপহার দেন যার মূল্য ৩৯ হাজার ৯১৫ ডলার।এর পাশাপাশি ওবামার ঘনিষ্ঠ সহযোগী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসকে ৫ হাজার ৩৭০ ডলার মূল্যের একটি সোনার হাতঘড়ি উপহার দেন।
এছাড়াও সুসান রাইসের কয়েকজন পুরুষ সহকর্মীকে ৮ হাজার ১৭০ ডলার মূল্যের কয়েকটি হাতঘড়ি উপহার দেন।চলতি বছরের গোড়ার দিকে রাজা আবদুল্লাহ ৯০ বছর বয়সে মারা যান।মার্কিন আইন অনুসারে ওবামার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর এসব উপহার সামগ্রী নিজে ব্যবহার করতে পারবেন না; সেগুলো জাতীয় আর্কাইভে জমা দিতে হবে।আর যদি তিনি এগুলো ব্যবহার করতে চান তাহলে সেগুলো বাজারমূল্যে কিনে নিতে হবে।বারাক ওবামার মাসিক বেতন হচ্ছে চার লাখ ডলার।এছাড়া, তার বই বিক্রি এবং বিনিয়োগ থেকে এর চেয়ে বেশি অর্থ আয় করে থাকেন।