পৌরসভা নির্বাচন: বড়লেখায় ৪১ জনের মনোনয়নপত্র উত্তোলন
ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর গত বৃহস্পতিবার থেকে গতকাল রবিবার পর্যন্ত মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।
এর মধ্যে মেয়র পদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হাজী আব্দুল নূর, তাজ উদ্দিন, বিএনপির আনোয়ারুল ইসলাম, জামায়াতের খিজির আহমদ মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবলু সূত্র ধর মেয়র পদসহ ৪১ জনের মনোনয়ন পত্র উত্তোলন করার সত্যতা নিশ্চিত করেছেন।