তাহিরপুরে ৩ বখাটের কারাদন্ড

Arrestকামাল হোসেন,তাহিরপুর: তাহিরপুর উপজেলায় ৩ বখাটে যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে তাহিরপুর থানা পুলিশ। দন্ড প্রাপ্তরা হল, উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে রনি মিয়া(১৮), ঘাগটিয়া গ্রামের বিএনপি নেতা আবুল কালাম আজাদের ছেলে তালহা(১৮) ও একই ইউনিয়নের সোহালা গ্রামের শহিদ মিয়ার ছেলে মাদকসেবী সুজন মিয়া(৩০)। পুলিশ সূত্রে জানাযায়, গতকাল রবিবার দুপুরে চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট এর আসামী ও গাঁজাসেবী সুজন মিয়াকে গোপন সংবাদের বিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস.আই, এক,কে, এম জালাল উদ্দিনের সঙ্গীয় র্ফোস নিয়ে এক পুরিয়া গাঁজা সহ সীমান্ত নদী যাদুকাটা সংলগ্ন গরকাটি জামে মসজিদের সামন থেকে । এবং বাদাঘাট ডিগ্রী কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার সময় কলেজ পড়–য়া ২ বখাটে যুবক রনি মিয়া ও তালহাকে মোল্লাপাড়া গ্রাম থেকে আটক করে। পারে তাদেরকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ ইকবাল হোসেন এর র্কাযালয়ে নিয়ে গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চাঁদাবাজ ও গাঁজাসেবী সুজন মিয়াকে ৬ মাসের, ইভটিজার রনি মিয়াকে ১৫ দিনের ও তালহাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরন করে।