চিকিৎসা শেষে আবারও কারাগারে বাবর

baborচিকিৎসা গ্রহণ শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে বাবরকে ঢাকা মেডিকেলে আনা হয়। হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করেছে। চিকিৎসকরা জানান, লুৎফুজ্জামান বাবর শ্বাসকষ্ট ও অ্যাজমাজনিত রোগে ভুগছেন। এছাড়াও তার নানা সমস্যা রয়েছে। তবে ভর্তি করার প্রয়োজন পড়েনি বলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
কাশিমপুর কারাগার-১-এর জেল সুপার সুব্রত বালা বলেন, লুৎফুজ্জামান বাবর কারাগারে আকস্মিক অসুস্থতা বোধ করায় শনিবার সকালে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি জানান, সিলেটসহ বিভিন্ন আদালতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা রয়েছে। কাশিমপুর কারাগার থেকে ওই সব স্থানে যেতে সমস্যা হওয়ায় তিনি চিকিৎসার জন্য আদালতে আবেদন করেছিলেন। পরে আদালত তার স্বাস্থ্যগত প্রতিবেদন চাওয়ার পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই গত ২১ নভেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আদালতের নির্দেশেই ১৬ নভেম্বর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাবরের।