পাঙ্গাস কি আসলেই আতংক? জেনে নিন কেমন আতংক এই পাঙ্গাস

DSCF2237ডেস্ক রির্পোট : সিলেট মহানগর স্বেচ্ছা সেবক লীগের এক নিষ্টাবান কর্মী আবুল হোসেন পাঙ্গাস  । নগরীর পীর মহল্লা এলাকায় তার বসবাস। অতীতে সিলেট ছাত্রলীগ,যুবলীগ সহ আওয়ামীলীগের অন্যান্য অংগ সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকলেও সম্প্রতি সিলেটে স্বেচ্ছাসেবক লীগের হরতালবিরোধী মিছিলের পর থেকে আবারও আলোচনায় উঠে আসে পাঙ্গাসের নাম। এ সময় মিছিলের অগ্রভাগে হেন্ডমাইক হাতে ছিলেন পাঙ্গাস । মিছিলটি জিন্দাবাজার এলাকায় পৌঁছামাত্র দুই কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,এক জুনিয়রকে মারামারি না করার জন্য বারন করতে কালো একটি ব্যাগ টান দেন পাঙ্গাস। মুলত পাঙ্গাসের কাদে কোন ব্যাগ ছিল না বলে মিছিলে অংশগ্রহণকারী একাধিক সিনিয়র নেতৃবৃন্দ জানিয়েছেন।
এদিকে মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আফতাব হসেন খান তাৎক্ষনিক বিষয়টি মিমাংশা করে দেন বলে জানা যায় । তবে এ নিয়ে কিছু অতি উৎসাহী মিডিয়াকর্মী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন। ঢালাও ভাবে সংবাদ প্রকাশ করেন, আবার কেউ কেউ ‘‘কে এই পাঙ্গাস’’ সিলেটের রাজপথে ‘পাঙ্গাস আতঙ্ক’ শিরনামে আইটেম নিউজ প্রকাশ করেছেন। সিনিয়র নেতারা জানান , পাঙ্গাস মহানগর স্বেচ্ছা সেবক লীগের অদম্য সাহসী এক কর্মী। সে অবশ্যই আতংক, তবে সাধারণ জনগণনের জন্য নয়, জামাত-শিবির তথা জঙ্গীগোষ্টীদের জন্য এক মূর্তমান আতংক। তাই কাউকে নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান মহানগর স্বেচ্ছা সেবক লীগের নেতৃবৃন্দরা। সিলেট ছাত্রলীগ,যুবলীগে পাঙ্গাসের কোন পদ পদবি না থাকলেও অতীতে দলের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পাঙ্গাস।