শিয়া মসজিদে হামলার ‘দায় স্বীকার’ আইএসের

12491ডেস্ক রির্পোট: বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।হামলার পর বৃহস্পতিবার রাতেই ‘সাইট ইন্টেলিসেন্স গ্রুপের’ ওয়েবসাইটে দায় স্বীকারের কথা বলা হয়।জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা পর্যবেক্ষণের যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট এটি।বৃস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি মসজিদে মাগরিবের নামাজের পর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মোয়াজ্জেম আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই মসজিদের মুয়াজ্জিন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।গুলিবিদ্ধরা হলেন- আফতাব হোসেন (৪০), মাওলানা শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া সম্প্রদায়ের ওই মসজিদে মাগরিবের নামাজ শেষে দুর্বৃত্তরা মুসল্লিদের ওপর গুলি চালায়। এ ঘটনায় চারজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত মসজিদের মুয়াজ্জিনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিকনি মারা যান।এর আগেও বাংলাদেশে কয়েকটি হামলার ঘটনায় আইএসের নামে দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে।