হিন্দু বন্দিদের মুক্তির জন্য মুসলিমদের অনুদান

126647_1ডেস্ক রিপোর্টঃ ভারত জুড়ে যখন চরম অসহিঞ্চুতা ঠিক তখনই ১৫ জন হিন্দুকে জেল থেকে ছাড়াতে চাঁদা তুলেছেন একদল মুসলমান। কারাগারে টাকার অভাবে শারীরিকভাবে নিস্তেজ হয়ে পড়া এসব হিন্দুর মুক্তির জন্য জরিমানার ৫০,০০০ রুপি সংগ্রহ করেছে মুসলমানেরা। বিনা টিকিটে ভ্রমণের মতো ক্ষুদ্র অপরাধে দিনের পর দিন জেলের ঘানি টানছে ব্যারেলি জেলার এসব বাসিন্দা। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় অতিরিক্ত সাজা ভোগ করছিলেন তারা।
বুধবার সন্ধ্যায় মুক্তি পাওয়া ওই ১৫জনকে কারাগারের সিঁড়িতে অশ্রুসিক্ত হাসিমুখে দেখা যায়। এ সময় কারাগারের বাহিরে জরিমানার অর্থপ্রদানকারী মুসলমানেরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। যেমন আটককৃত নন্দন কিশোর নামের একজন বিনাটিকিটে ভ্রমণের কারণে এক হাজার রুপি জরিমানা করা হয়েছিল এবং জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় দীর্ঘদিন কারাগারে ছিলেন।
আরো যারা মুক্তির স্বাদ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন অজয় কুমার, কিশান সাগর, পাপ্পু, তিলক প্রমুখ। কিন্তু কতিপয় মুসলমানের ব্যতিক্রমী এই উদ্যেগে মুক্তির স্বাদ পান তিনি, এবং জেল থেকে বের হয়ে নিজ বাড়িতে পৌঁছেছেন। তার আগে জেলের বাহিরে ব্যতিক্রমী এই আয়োজনের অন্যতম ইয়াসিন কাদরি এবং তার বন্ধুরা বুকে জড়িয়ে তাকে স্বাগত জানান। এদের মুক্তির জন্য অনুদান দেয়া হাজি মো. আনিস বলেন, ‘এসব হিন্দু তো আমাদের ভাই। আমরা এখানে জন্মেছি। এখানে আমাদের কবর হবে আবার এখানের মাটিতেই আমরা মিশে যাব।’
ব্যারেলি জেলার সুপারিনটেনডেন্ট বিআর মৌরিয়া বলেন, ছোটখাট অপরাধে তাদের সাজা হয়েছিল। কাউকে কাউকে শান্তি ভঙের আশঙ্কায় গ্রেপ্তার করা হয়েছিল। তাদের ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত সাজা হয়েছিল। সবারই সেই সাজা খাটা প্রায় শেষ। কিন্তু জরিমানার টাকা না দেয়ায় তাদের মুক্তি দেয়া যাচ্ছিল না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া