নবীগঞ্জে একই রশিতে ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
সুরমা টাইমস ডেস্কঃ নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে একই রশিতে ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত দেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন-বড়গাঁও গ্রামের দুলাই মিয়ার ছেলে জুবায়েল মিয়া (২৫) ও তার পুত্রবধূ লিমা বেগম (২০)। শনিবার (২১ নভেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ফানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের জুবায়েল ও তার স্ত্রী লিমা বেগম শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ও সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় তারা ঘরের তীরের সঙ্গে তাদের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আব্দুর রহমান ঘটনাস্থলে গিয় মৃহদেহ দুটি উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বামী-স্ত্রীর আত্মহত্যার কোন সঠিক কারন জানা যায়নি।