কমলগঞ্জে গৃহবধু খুন : স্বামী আটক
বিশ্বজিৎ রায়,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের কাঠালকান্দি গ্রামে আমিরুন বেগম (২২) নামে এক গৃহবধুকে শুক্রবার (২০ নভেম্বর) ভোরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আমিরুনের আড়াই মাসের এক কন্যা শিশু রয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ইউনুছ মিয়াকে আটক করা হয়েছে। সে কাঠালকান্দি গ্রামের তোরাব মিয়ার ছেলে।
নিহত আমিরুন বেগমের বাবা ফরিদ মিয়া জানান, বিভিন্ন সময়ে তার মেয়েকে মারধোর করতো স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। শুক্রবার ভোরেও তাকে নির্যাতন করা হয় । অমানুষিক নির্যাতনে সে জ্ঞান হারালে স্বামী ইউনুছ শুক্রবার সকাল সাড়ে ৯টায় তাকে কমলগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর এলে কর্তব্যরত ডাক্তার প্রসেন কৈরী গৃহবধু আমিরুনকে মৃত ঘোষণা করেন। এ সময় ইউনুছ পালানোর চেষ্টা করলে আমিরুনের আত্মীয়স্বজন তাকে ধরে পুলিশের নিকট সোর্পদ করেন। কমলগঞ্জ থানার ওসি এনামুল হক জানিয়েছেন,হত্যার অভিযোগে স্বামী ইউনুছকে ধরে পুলিশে দিলে বর্তমানে সে পুলিশী হেফাজতে আছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।