জনসংখ্যা বৃদ্ধি কমিয়ে শিক্ষার হার বৃদ্ধি করতে হবে -সিলেট জেলা প্রশাসক
গোলাপগঞ্জ প্রতিনিধি: এখন দেশ থেকে ৩০ লাখ মেট্রিক টন চাল রপ্তানি সক্ষমতা তৈরী হয়েছে। নিকট অতীতে সরকার ভারত ও ইন্দোনেশীয়ায় ১লাখ টন চাল রপ্তানী করেছে। উন্নয়নের দিকে ২০৪১ সালের মধ্যে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। দেশে খাদ্য সংকট নেই, জনসংখ্যা বৃদ্ধিই প্রধান সমস্য। জনসংখ্যা বৃদ্ধি কমিয়ে শিক্ষার হার বৃদ্ধি করতে হবে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরো বলেন সিলেটে প্রচুর অনাবাদি পতিত জমি রয়েছে তা চাষাবাদের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে জেলার ৩৯টি উপজেলায় ১টি করে ৩৯টি ইউনিয়নকে প্রকল্পভূক্ত করে পতিত জমি মুক্ত করার কাজ শুরু হয়েছে। এসব ইউনিয়ন গুলোতে যেসব অনাবাদি জমি রয়েছে তা স্থানীয় কৃষকদের নিয়ে সমিতি করে চাষের আওতায় আনা হবে। উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মুন্তাকিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ডাঃ আব্দুর রহমান, সাধারন সম্পাদক রফিক আহমদ, ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন। অনুষ্ঠানে উপজেলার ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভুমি নামজারী পরচা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকদের মাঝে বিতরন করেন জেলা প্রশাসক।