জুবের সরদার দিগন্ত: হাওর পাড়ের সফল আত্মকর্মী এবারের জাতীয় যুব পুরস্কার পাওয়া উপজেলার তাড়ল গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহন চৌধুরী কে সম্বর্ধনা দিয়েছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার সম্বর্ধনা উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি। তাড়ল ইউপি যুব সমাজ ও তাড়ল উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০ টায় গ্রামিন খেলাধূলার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, বেলা ২ টায় বৃক্ষ রোপনের পরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাজী মোশাহিদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিরাই সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ছুরত আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন-অর রশীদ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান,তাড়ল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মুজাহিদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন রায়,আওয়ামী লীগ নেতা আব্দুল হক, সিলেটের ডাকের সিনিয়র সাংবাদিক কাওছার চৌধুরী প্রমুখ।