হল্যান্ড ও স্পেনে মসজিদে অগ্নিসংযোগ

holandসুরমা টাইমস ডেস্কঃ প্যারিসে গত শুক্রবার সন্ত্রাসী হামলার পর ইউরোপের বিভিন্ন দেশের মসজিদগুলোতে হামলার ঘটনা ঘটেছে। ইরানের ইকনা বার্তা সংস্থা জানিয়েছে, অজ্ঞাত দুর্বত্তরা স্পেনের দুন বানিতো শহরের একটি মসজিদে আগুন দিয়েছে। ওই শহরের কর্মকর্তারা জানিয়েছেন, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মসজিদে হামলা হয়ে থাকতে পারে।
এদিকে, হল্যান্ডের সাউথ বারাবানেথ প্রদেশের রুজানদাল শহরের একটি মসজিদেও দুর্বত্তরা আগুন দিয়েছে। হল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইউরোপ জুড়ে মুসলমান ও তাদের ধর্মীয় স্থাপনার ওপর হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বলে সংবাদদাতারা জানিয়েছেন। সূত্র: রেডিও তেহরান