মাথায় কাফনের কাপড় বেঁধে শিক্ষকদের অবস্থান
মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। সোমবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে আন্দোলনের ২২তম দিনে এ কর্মসূচি পালন করেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। সোমবারের কর্মসূচিতে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু, সহসভাপতি শরীফুজ্জামান আগা খান, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ এনামুল হক পাঠান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাসুম আলম, মহিলা বিষয়ক সম্পাদক বেলোয়ারা খানম প্রমুখ।
এর আগে ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষকরা। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ছয়দিন অনশন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন সময় কালো কাপড় বেঁধে, শূন্য থালা হাতে এবং গণস্বাক্ষরতাসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষকরা।