চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের আঘাতে যুবলীগ কর্মী খুন
সুরমা টাইমস ডেস্কঃ চুয়াডাঙ্গায় আজিজুল ইসলাম নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া বুদো মন্ডল নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে তারা। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ওই হামলার ঘটনা ঘটে। আহত বুদোকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুদো মন্ডল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছেলে নূরনবীকে সঙ্গে নিয়ে তিনি ডিঙ্গেদহ বাজারের রশিদের চায়ের দোকানে বসে ছিলেন। আজিজুল পাশের একটি সেলুনে বসে ছিলেন। ওই সময় কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই তাঁকে ( বুদো ) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী সেলিম হোসেন জানান, একদল যুবক একটি সাদা রঙের প্রাইভেট কার ও লাল রঙের পালসার মোটরসাইকেল নিয়ে ডিঙ্গেদহে যায়। তারা বুদো মন্ডলকে কোপানোর পর আজিজুলকে উপর্যুপরি কুপিয়ে এবং গুলি ও বোমা মেরে খুন করে। নিহতের ভাগ্নে মিলন হোসেন জানান, দুর্বৃত্তরা তিনটি গুলি ছোড়ে এবং তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা ও গুলির অভিযোগ শোনা গেলেও তা সঠিক নয়। ধারালো অস্ত্রের আঘাতেই একজনের মৃত্যু হয়েছে।