লন্ডনে ট্রেনের নিচে মুসলিম নারীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা চেষ্টা : আটক ১ (ভিডিও)

69851_169_1038891সুরমা টাইমস ডেস্কঃ লন্ডন আন্ডারগ্রাউন্ড ট্রেনের সামনে এক মুসলিম নারীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার চেষ্টার জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই লোকটি নারীর পেছনে দাঁড়িয়ে অবস্থান নেয়। তারপর ট্রেনটি দৃশ্যপটে আসার সাথে সাথে তাকে ধাক্কা দেয়। অন্য যাত্রীরা ওই নারীকে উদ্ধার করে। বেকারলু লাইন প্লাটফর্মে ঘটনাটি ঘটে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, নারীটির দেহে জখম হয়ে গেছে।

https://www.youtube.com/watch?v=kDUPGFMk1JQ