সিলেট বিভাগীয় অনলাইন প্রেসকাব’র যাত্রা শুরু
সিলেটের বিভিন্ন অনলাইন নিউজপোর্টালে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসকাব যাত্রা শুরু করেছে। রোববার রাত ৯টায় নগরীর তালতলাস্থ সুরমার ডাক২৪ ডটকমের অফিসে আয়োজিত সভায় আহবায়ক কমিটি গঠন করা হয়। সুরমার ডাক২৪ ডটকমের নির্বাহী সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজকে আহবায়ক ও সিলেটপোস্ট২৪ ডটকমের নির্বাহী সম্পাদক শেখ লুৎফুর রহমানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক সিলেট সংবাদ ডটকমের নির্বাহী সম্পাদক এমএ মালেক, নিউজ সর্বশেষ২৪ ডটকমের সুলতান সুমন, ডেইলি সময়ের ডাক ডটকমের টুনু তালুকদার, সদস্য সিলেটভিউ২৪ ডটকমের ইমরান আহমদ, সিলেটভূমি ডটকমের জহুরুল ইসলাম, ডেইলি স্বর্ণালী দিন ডটকমের নূরুদ্দীন রাসেল, অপূর্ব সিলেট ডটকমের তালুকদার মো. মকবুল হোসেন, লাইভনিউজ২১ ডটকমের নিজামুল হক লিটন, বেঙ্গল টাইমস নিউজ ডটকমের আনহার আমদ সমশাদ, বিবার্তা ডটকমের কুলেন্দু শেখর দাস ও হবিগঞ্জ প্রতিদিনের জাবেদ টাগর।