অনুপ চেটিয়ার দল শান্তি আলোচনায় বসছে : সিলেটে আসামের বানিজ্যমন্ত্রী
সুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ থেকে হস্তান্তরকৃত ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়া অন্যান্য সক্রিয় নেতাদের মতোই সরকারের সাথে শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন আসামের শিল্প ও বানিজ্যমন্ত্রী সিদ্দিক আহমেদ।
সিলেটে এক ব্যক্তিগত অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সংগঠনটির অনেক বড় বড় নেতারাই সরকারের সাথে শান্তি চুক্তিতে বসেছে সেক্ষেত্রে অনুপ চেটিয়াও সেই পথই অনুসরন করতে আগ্রহী। এবং তাকে গ্রেফতারে আসামেও কোন প্রতিক্রিয়া নেই বলেও জানান তিনি।
অনুপ চেটিয়াকে হস্তান্তরের প্রতিক্রিয়ায় আসাম ও সীমান্তবর্তী এলাকায় তার দল উলফা এখনো অব্দি কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ডে জড়ায়নি।
শনিবার রাতে সিলেট ক্লাবে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আসামের এই মন্ত্রী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইন্ডিয়ান আইডলের রানার আপ নাদিয়া আফরিন।