রাজন হত্যার রায় : আদালতে ঘাতক কামরুলসহ ১১ জন

Kamrul_razon killerসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় কারাগারে থাকা ১১ জনকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়েছে। সকাল ১১টা ১৮ মিনিটে তাদেরকে আদালতে নিয়ে আসা হয়। এসময় পুলিশের কড়া নিরাপত্তা ছিল। এদিকে ১১টা ১৫ মিনিটে এজলাসে ওঠেন বিচারক আকবর হোসেন মৃধা। ১১টা ২৪ মিনিটে আসামিদেরকে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়।
অভিযুক্ত এই ১১ জন হচ্ছেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামের মৃত আবদুুল মালেকের ছেলে কামরুল ইসলাম, তার মেজো ভাই মুহিদ আলম (৩২), বড়ভাই আলী হায়দার ওরফে আলী (৩৪), জালালাবাদ থানার পীরপুর গ্রামের মৃত মব উল­াহর ছেলে সাদিক আহমদ ময়না ওরফে বড় ময়না ওরফে ময়না চৌকিদার (৪৫), পূর্ব জাঙ্গাইল গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ ওরফে নূর মিয়া (২০), শেখপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন আহমদের ছেলে দুলাল আহমদ (৩০), সুনামগঞ্জের দোয়ারা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁওয়ের মোস্তফা আলীর ছেলে আয়াজ আলী (৪৫), শেখপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজউদ্দিন আহমদ ওরফে বাদল (২৮), সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি ইসলামপুর গ্রামের মৃত মজিদ উল­াহর ছেলে মো. ফিরোজ আলী (৫০), কুমারগাঁওয়ের (মোল্লাবাড়ী) মৃত সেলিম উল্লাহর ছেলে মো. আজমত উল্লাহ (৪২) ও হায়দরপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে রুহুল আমিন রুহেল (২৫)।
রাজন হত্যা মামলায় অভিযুক্ত শামীম আহমদ (২০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের অলিউর রহমান ওরফে অলিউল­াহর ছেলে মো. জাকির হোসেন পাভেল ওরফে রাজু (১৮) পলাতক রয়েছে। গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়।