বছরের সেরা গোলের পুরস্কারের দৌড়ে মেসি
সুরমা টাইমস স্পোর্টস ডেস্ক: ২০১৫ ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে আছেন তার আর্জেন্টিনা দলের সতীর্থ কার্লোস তেভেসও। পুসকাস অ্যাওয়ার্ড নামে পরিচিত বর্ষসেরা গোলের পুরস্কার পাওয়ার জন্য আছেন এএস রোমার আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসিও।পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ১০ জনের তালিকায় আসায় আগামী জানুয়ারিতে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের রাতে ‘ডাবল’ জয়ের সম্ভাবনা জাগল বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসির।গত ১২ মাসে হওয়া গোলগুলোর মধ্যে সেরাটির জন্য পুসকাস অ্যাওয়ার্ড দেওয়া হয়।বর্ষসেরা পুরস্কারের জন্য ‘ফেভারিট’ মেসি পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আসেন গত মে মাসে কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে একক নৈপুণ্যে করা অসাধারণ গোলটির জন্য। ফ্লোরেন্তসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দূরপাল্লার শটে গোলটি করেন মেসির দল বার্সেলোনার বিপক্ষে।গত মৌসুম শেষে বোকা জুনিয়র্সে নাম লেখানো তেভেস তার গোলটি করেছিলেন ইউভেন্তুসের হয়ে। গত নভেম্বরে করা তেভেসের গোলটি ছিল পার্মার বিপক্ষে।দশ জনের তালিকায় ফরাসি ডিফেন্ডার ফিলিপ মেক্সেস মনোনীত হন মৌসুম শুরুর আগে ইন্টার মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে অসাধারণ ভলি থেকে করা গোলটির জন্য।ফুটবলপ্রেমীদের ভোটের মাধ্যমে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করা হবে। এর পর আরেকবার ভোটের মাধ্যমে জয়ী নির্বাচন করা হবে।বর্ষসেরা গোলদাতার নাম ঘোষণা করা হবে আগামী ১১ জানুয়ারি ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের রাতে।