শাল্লায় জাতীয় সমবায় দিবস উদযাপন

18186শাল্লা প্রতিনিধি: “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালী শেষে উপজেলা গণমিলনায়তনে “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদের সভাপতিত্বে, উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সুব্রত দাসের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, গোবিন্দ্র চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, শাল্লা উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: শামসুল হক। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সুব্রত দাস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ মো: খালেকুজ্জামান (খালেক)। বক্তাগণ ৪৪তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় সমবায় সম্পর্কিত তথ্য, উপমহাদেশে সমবায়ের ইতিহাস, শাল্লা উপজেলা সমবায়ের কার্যক্রম, জলমহাল নীতিমালা ২০০৯, সমবায় বাজার, দেশে বিদ্যমান সমবায় আইন বিধিমালা, সমবায়ের মূল নীতি সমূহের উপর জুড়ালো বক্তব্য রাখেন।