কারাগারে আটক ৮ নেতা কর্মীর মুক্তির দাবীতে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভা
কেএম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ প্রতিনিধি ঃ গোলাপগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে কারাগারে আটক ৮ নেতা কর্মীর মুক্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, ছালিক আহমদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসান ইমাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল খালিক, মাতাব আহমদ,মছরু আহমদ, যুগ্ম সম্পাদক আলা উদ্দিন আলাই, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন নাজিম, যুগ্ম সম্পাদক ছালেক আহমদ, দুলাল আহমদ, তাজুল ইসলাম তাজ, দপ্তর সম্পাদক সানওয়ার হুসেন ইমানী, বিএনপি নেতা সাবেক কমিশনার আব্দুল মতিন, বিএনপি নেতা বদরুল ইসলাম, আব্দুল নুর নুরা, এনাম আহমদ, আব্দুল আজিজ মুন্না, এমরান আহমদ, ফটিক আহমদ, আলী আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা রাজু আহমদ চৌধুরী, আজমল আহমদ, শ্রমিকদল নেতা আতাউর রহমান আতা, ছাত্রদল নেতা আল নবী চৌধুরী শিপন, আবেদ আহমদ, প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল হান্নান। সভায় বক্তারা কারাগারে আটক বিএনপির মহাসচিবসহ পৌর বিএনপির ৮ নেতা কর্মীর মুক্তি দাবী জানান। তারা আসন্ন পৌর নির্বাচনে গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে, ৯টি সাধারণ ওয়ার্ডে ও সংরক্ষিত ৩টি ওয়ার্ড কাউন্সিলার পদে একক প্রার্থী দেয়ার দাবী জানান।