হবিগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় সংঘর্ষ, ৯ পুলিশ সহ আহত ৫০

124368_1সুরমা টাইমস ডেস্কঃ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দু’দল লোকের সংঘর্ষে সদর থানার ওসি নাজিম উদ্দিনসহ ২০ জন আহত হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের প্রধান সড়কে দফায় দফায় এ সংঘর্ষ বাদে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য, আলমগীর, মোজাম্মেল হক, ইয়াসিন, আব্দুল লতিফ ও ওসি নাজিম উদ্দিনসহ প্রায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোহনপুর এলাকার ইদু মিয়ার পুত্র নুরুল হক শায়েস্তানগরের জেকেএন্ড হাইস্কুলের জনৈক এক ছাত্রীকে উত্যক্ত করে। এ নিয়ে সকালে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার যুবকদের মধ্যে কথাকাটকাটি হয়। এরই জেরধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষে যানবাহন ও দোকানপাটসহ প্রায় ৫০টি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় হবিগঞ্জের সাথে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।পরিস্থিতি স্বাভাবিক করতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাকসুদুর রহমান মনির ঘটনা সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় দুজনকে আটক করছে পুলিশ।