শ্রীমঙ্গলে পতিতালয়ে ঝটিকা অভিযান, আটক-৬

pic 5 potitaজীবন পাল, শ্রীমঙ্গল প্রতিবেদক: শ্রীমঙ্গলে একটি ভাড়াটিয়া বাসায় পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অবস্থায় পাঁচ তরুনী ও এক যুবক কে গ্রেফতার করেছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মো.মাহবুবুর রহমানের নেতৃত্বে এস আই সৈয়দ মাহবুবুর রহমান,এসআই হাবিবুর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঝটিকা অভিযান চালিয়ে পতিতা স¤্রা আসমার বাসা থেকে এদের গ্রেফতার করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মো.মাহবুবুর রহমান বলেন,শহরতলীর দক্ষিণ শাহীবাগ এলাকার মৃত ছইফ উল্যার ছেলে আব্দুর রহিমের তিনতলা বিশিষ্ট বাসার নীচ তলায় পশ্চিম পাশের একটি কক্ষ থেকে এই পাঁচ নারী ও এক পুরুষকে আসামজিক কাজে জড়িত অবস্থায় আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো-বরগুনা জেলার পাথরঘাটা থানার পশ্চিম লালুপাড়া গ্রামের ডাঃ আব্দুর রশিদের মেয়ে বৃষ্টি আক্তার (২১),ঢাকা শাহবাগ থানার মৃত মাসুক হালদারের মেয়ে চাঁদনী আক্তার(২২),কমলগঞ্জ থানার কুমড়া কাপন গ্রামের হারুন মিয়ার স্ত্রী লিপি আক্তার(১৯), একই উপজেলার কৌলা গ্রামের সেলিম মিয়ার মেয়ে লিজা আক্তার(৩০),শ্রীমঙ্গল শহরতলীর খাঁস গাও গ্রামের রফিক মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার(৩০) ও কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামের ইমদাদুল হকের ছেলে মোবারক হোসেন(৪০)। পতিতা ব্যবসা প্রসঙ্গে ওসি মাহবুবুর রহমান বলেন, শ্রীমঙ্গলের এসব অনৈতিক কাজ যেসব এলাকায় সন্ধান পাওয়া যাবে সেখানেই আমি অভিযান চালাবো। এসব কর্মকান্ড শ্রীমঙ্গলে আর চলতে দেয়া হবে না।