মিলানে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

bandicam 2015-11-03 04-57-49-702ইতালির মিলানে উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করলো জাতীয়তাবাদী যুবদল মিলান। যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজু খান এর পরিচালনায় প্রতিষ্ঠাবাষির্কী আলোচনার সভায় টেলি ফোনে বক্তব্য রাখেন ইতালি যুবদলের সভাপতি আব্দুস সালাম।
পবিত্র কোর্ আন তেলাওয়াত মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির উপদেষ্ঠা দেওয়ান রফিক,সহ সভাপতি কাজী দিপু,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন,সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ,সেচ্ছা সেবক দলের সভাপতি সিদ্দিকুর রহমান ,যুবদলের সহ সভাপতি রবিন শিকদার,রাসেল,যুগ্ম সম্পাদক মামুন,সহ সভাপতি বিপ্লব সহ মিলান বিএনপি, যুবদল , সেচ্ছা সেবক দলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন,বাংলাদেশে এখন গনতন্ত্র নেই। গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে এ আলোচনার সৃষ্টি হয়েছে।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মসূচি সফলভাবে পালন করে বর্তমান সরকারের পতন ঘটানোর আহ্বান জানান ও নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবি জানান এবং বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় ও দেশ, জাতি,মুসলিম উম্মাহের সুখ-শান্তি সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভা শেষে যুবদলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আনন্দ ঘন পরিবেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবাষির্কী কেক কাটেন এবং যুবদলের নেতৃবৃন্দদের মুখে কেক তুলে দেন।