রাজধানীতে ৫০ লাখ টাকার ১৫টি তক্ষক আটক
সুরমা টাইমস ডেস্ক : রাজধানীর ধানমণ্ডির আবাহনী মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার ১৫টি তক্ষক আটক করেছে বন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মঙ্গলবার দুপুরে এসব তক্ষক উদ্ধার করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক পাচার চক্রের দুই সদস্যের কাছ থেকে তক্ষক কেনার জন্য যাওয়া হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষকগুলো ফেলে পালিয়ে যায় তারা। পরে সেগুলো জব্দ করা হয়। তিনি বলেন, চক্রটি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি থেকে তক্ষক ধরে জাপান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে থাকে। উদ্ধার করা তক্ষকগুলো গাজীপুরের ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।