দক্ষিণ সুনামগঞ্জে জমিতে সেচের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

south sunamogonjসুরমা টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ৫০ জন আহত হয়েছে। আহতদের তাৎক্ষনিক জেলা সদর হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সত্রে জানা যায় বড়মোহা গ্রামের শাহি আলম খাঁ’র লোকজনের সাথে একই গ্রামের ফজলু মাষ্টারের লোকজনের হাওরের জমিতে পানি সেচ দেয়া নিয়ে গত বৃহস্পতিবার রাতে শাহি আলমের পক্ষের আবুল খয়েরের সাথে কথা কাটাকাটি ও কিছু হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষে  উভয় পক্ষের ৫০ জন আহত হন। এদের মধ্যে ৪  জনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহতরা হলেন আবুল খয়ের খান (৬৫),পুতুল খান (৬০),ফরিদ খান (৬০),সফি খানের ছেলে জুনেদ খান (৩৫),সালামত খানের ছেলে ইউপি সদস্য জুবেদ খান (২৮) প্রমুখ। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।