ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
সুরমা টাইমস্ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। আগামী ৭ নভেম্বর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার এ সিরিজ। এরপর ৯ এবং ১১ নভেম্বর সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ খেলতে একই মাঠে নামবে তারা। তবে এর আগে ৫ নভেম্বর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ১৩ ও ১৫ নভেম্বর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ১৬ নভেম্বর দেশে ফিরে যাবেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলঃ এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জোঙ্গে, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, তাউরাই মুজারাবানি, জন নিম্বু, তিনাসে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার এবং শন উইলিয়ামস।