পেপসি-ডিআরইউ ক্রিকেটে চ্যাম্পিয়ন চ্যানেল আই

dru20151102151811 সুরমা টাইমস্ স্পোর্টস ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত পেপসি-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যানেল ২৪ কে ২২ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় চ্যানেল আই। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন শিরোপা জয়ী দলের শফিক। এর আগে, প্রথমে ব্যাট করে ৯৭ রান করে চ্যানেল আই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন শাফিক। জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭৫ রানেই শেষ হয় চ্যানেল ২৪ এর ইনিংস। ফলে ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যানেল আই। চ্যাম্পিয়ন দলকে ট্রফি এবং ৫০ হাজার টাকা, রানার্স আপ দলকে ট্রফি এবং ২৫ হাজার টাকা, পরাজিত দুই সেমিফাইনালিস্টকে (বাংলাভিশন ও আলোকিত বাংলাদেশ) ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হয়। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হানিফ ভুইয়া, লায়ন ফিরোজুর রহমান অলিও, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ঢাকা মোাহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের পরিচালক সারোয়ার হোসেন, ক্রিড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী, টুর্নামেন্ট কমিটির কো চেয়ারম্যান শফিকুল ইসলাম শামীম এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মহিউদ্দিন পলাশ।