সিলেটবাসীর আতিথেয়তায় মুগ্ধ বৃটিশ অতিথিরা
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সুনামগঞ্জের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত সংবর্ধনায় যোগ দিয়ে অভিভুত সফররত বৃটিশ প্রতিনিধিদল। রবিবার গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিনের সফর শুরু করেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলর আলী আহমদ ও তার দল।
সকাল সাড়ে ৯টায় গোয়ালাবাজার উদয়ন কিন্ডার গার্টেন প্রদত্ত সংবর্ধায় যোগ দেন বৃটিশ প্রতিনিধি দল।
স্কুলের প্রিন্সিপাল স্বপন লাল সেন এর সভাপতিত্বে সংববর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আলী আহমদ বলেন, কানেকটিং ক্লাসরুম প্রোগ্রাম দেশভ্রমন নয়। শিক্ষাদান অভিজ্ঞতা অর্জন করে তার ক্লাসরুমে পাঠদান কাজে লাগানোই এই প্রোগ্রামের উদ্দেশ্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিনিধি দলের সদস্য আব্দুল মজিদ, আনা মিয়া, মোহাম্মদ আহাদ চৌধুরী, পার্টনার স্কুল গার্থ অগ প্রাইমারী স্কুলের শিক্ষক ক্লের মেরেডথ, ও কো অর্ডিনেটর সাংবাদিক কবীর আহমদ সোহেল।
সকাল সাড়ে ১১ টায় প্রতিনিধি দল বালাগঞ্জের বোয়ালজুর উচ্চ বিদ্যালয়ে অপর এক সংবর্ধনায় অংশ নেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোশতাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি দলের প্রধানের বক্তব্যে আলী আহমদ বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া জীবনে বড় হওয়া যায় না।
অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, ইউরো ফুড ইউকেষ্ফর চেয়ারম্যান সেলিম হোসাইন এমবিই, আনা মিয়া, পার্টনার টিচার সারাহ ম্যাপলস।
অপরাহ্নে প্রতিনিধি দল জগন্নাথপুরের শাহারপাড়া প্রাইমারী স্কুলে দিনের শেষ সংবর্ধনায় যোগ দেন প্রতিনিধিদল। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুমিনুল হক কামালীর সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য রাখেন আলহাজ আনা মিয়া, দিলাওয়ার চৌধুরী, শোয়েব কামাল, মতিউর রহমান, পার্টনার টিচার ক্লেয়ার ডেভিস ও কো অর্ডিনেটর কবীর আহমদ সোহেল।
তিন শিক্ষা প্রতিষ্টানে পার্টনারশীপ ফলক উন্মোচন ও বৃক্ষ চারা রোপন করেন আলী আহমদ।
উল্লেখ্য,কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সদ্য প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আলী আহমদের নেতৃত্বে বৃটিশ শিক্ষক ও ব্যবসায়ীদের এই প্রতিনিধি দল শনিবার সকালে সিলেট এসে পৌঁছে।
রোববারঐতিহ্যগত আতিথেয়তা আর হৃদিক ভালবাসায় বৃটিশ অতিথিদের অভ্যর্থনা জানায় তিন প্রতিষ্ঠান। কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সদ্য প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র আলী আহমদের নেতৃত্বে আগত অতিথিরা সিলেটের মানুষের ভালবাসা ও আন্তরিকতায় বিমুগ্ধ, অভিভুত।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০ টায় সিলেট ওসমানী বিমান বন্দরে অতিথিদল পৌঁছলে ভিআইপি লাউঞ্জে তাদেরকে স্বাগত জানান ওয়েলস সিলেট পার্টনারশীপ প্রজেক্টের সিলেট কো অর্ডিনেটর সাংবাদিক কবীর আহমদ সোহেল। পরে ভিআইপি লাউঞ্জের আউটার গ্রাউন্ডে পার্টনারশীভুক্ত ৯ টি স্কুলের শিক্ষক প্রতিনিধিদল ফুলের তোড়া দিয়ে ওয়েলস্ পার্টনার স্কুলের শিক্ষকদের বরন করে নেন।
সমবেত শিক্ষকদের অভ্যর্থনার জবাবে কাউন্সিলর আলী আহমদ বলেন, আপনাদের আন্তরিক আতিথেয়তায় আমি, বৃটিশ শিক্ষক এবং আমার সাথে আগত সবাই মুগ্ধ। সিলেটের শিক্ষার উন্নয়নে আমার সাধ্যমত সব করে যাব ইনশাল্লাহ।
গতকাল রোববার সফররত প্রতিনিধি দলে বৃটিশ শিক্ষকরা হচ্ছেন, বিশপ হেডলি হাই স্কুলের রেবেকা মোর, রিস ইভানস্, কেন্টনিয়ান হাই স্কুলের সারাহ জেন ম্যাপলস্, ক্যারাডগ প্রাইমারী স্কুলের সারাহ কনলি, কেরিন টাক, কাওয়ামাম্যান প্রাইমারী স্কুলের লিজ ম্যাকাফি, ডোলাউ প্রাইমারী স্কুলের নিয়া পাগ, কেইট অবমি, গার্থ অলগ্ প্রাইমারী স্কুলের ক্লের মেরেডথ, পেনিরেগ্লিন প্রাইমারী স্কুলের পাওলা জোনস্ ও পন্টিগেইথ প্রাইমারী স্কুলের ক্লেয়ার ডেভিস।
প্রতিনিধিদলে বৃটিশ বাংলাদেশীদেও মধ্যে রয়েছেন ইউরো ফুড ইউকেষ্ফর চেয়ারম্যান সেলিম হোসেইন, চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চেšধুরী জেপি, যুবরাজ গ্রুপের সিইও আনা মিয়া, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফ এর চেয়ারম্যান আব্দুল মজিদ, সিলেট মিলিনিয়াম এর স্বত্বাধিকারী হোসেইন আহমদ, কার্ডিফের বিশিষ্ট ব্যবসায়ী আহাদ চৌধুরী, এম্পায়ার গ্রুপের পরিচালক মোহাম্মদ মুজিব, যুবরাজ গ্রুপের পরিচালক দিলাওয়ার মিয়া চেরী, এসেক্স কাউন্সিলের নিজাম উদ্দিন, বোম্বাই রেস্টুরেন্ট এর পরিচালক মানিক মিয়া, পানসি রেস্টুরেন্ট এর পরিচালক শোয়েব কামালী।
সোমবার সিলেটের সিলেটের দক্ষিণসুরমার মোল্লারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, বদিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সংবর্ধনায় যোগ দেবেন প্রতিনিধি দল।