লালবাগে র্যাব পরিচয়ে শিল্পপতিকে তুলে নেয়ার অভিযোগ
সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর লালবাগে সাইফুদ্দিন (৩৮) নামে এক শিল্পপতিকে র্যাব পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার চার দিন অতিবাহিত হলেও তার সন্ধান পাচ্ছে না পরিবারের সদস্যরা। অভিযোগে জানা গেছে, গত ২৮ অক্টোবর সকাল ৭টার দিকে অজ্ঞাতপরিচয়ে ৭/৮ জন ব্যক্তি লালবাগ থানার ১১৮/৬ পশ্চিম শহিদ নগর সাইফুদ্দিনের বাড়ির চতুর্থ তলায় গিয়ে র্যাব সদস্য পরিচয়ে তাকে খুঁজতে থাকেন। এসময় সাইফুদ্দিন তার রুম থেকে বের হলে তাকে ডেকে নিচে নিয়ে যান। এসময় তার বাড়ির কিছু দূরে র্যাবের ২টি গাড়ি এবং বাসার সামনে একটি মাইক্রোবাস ছিল। তিনি বাড়ির নিচে নামার পর তাকে জানানো হয়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। এরপর তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর সাইফুদ্দিনের পরিবারের সদস্যরা র্যাব, পুলিশ ও ডিবি অফিসসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাননি। পরে ঘটনার দিন ২৮ অক্টোবর লালবাগ থানায় তার ছোট ভাই আলাউদ্দিন (১২৪৪ নম্বর) জিডি করেন। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। আর বিষয়টি তদন্ত চলছে।