নারী স্বল্পবসনা, তাই নামিয়ে দেওয়া হল বিমান থেকে!
মুম্বাই থেকে দিল্লিগামী একটি উড়োজাহাজ থেকে এক নারীকে নামিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘যথাযথ কাপড়’ পরিধান করেননি! সোমবার ইনডিগোর ফ্লাইটে এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, ওই নারী ফ্রক পরেছিলেন। তিনি কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে মুম্বাই গিয়েছিলেন। সেখান থেকে দিল্লির বিমান ধরার কথা ছিল তাঁর। তিনি উড়োজাহাজে উঠলে বিমান সংস্থা ইনডিগোর কর্মীরা তাঁকে আটকান।
ওই উড়োজাহাজের আরেক যাত্রী পূরবী দাশ বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ইনডিগোর তিনজন পুরুষ কর্মীর দ্বারা যুবতী যাত্রীকে হয়রানির আরেকটি উদাহরণ এটি। তিনি হাঁটু পর্যন্ত লম্বা ফ্রক পরেছিলেন। এজন্য তাঁকে উড়োজাহাজে বসতে দেওয়া হয়নি। তাঁদের মতে, ওই পোশাক যথাযথ নয়। যদিও তাঁদের নারীকর্মীরা একই মাপের পোশাক পরেন!’
ওই নারী পরে অন্য একটি উড়োজাহাজে করে দিল্লি যেতে পেরেছিলেন। তবে তার আগে তাঁকে প্যান্ট পরতে হয়েছিল।