আতঙ্ক সৃষ্টির জন্য চুরি করা হয়েছে ৩ শিশুকে : পুলিশ সুপার

মাছুম আহমদ , জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন ,৩টি শিশুকে চুরি করা পরিকল্পিত । বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চুরি করা হয়েছে এই শিশুদের । জাউয়া বাজারের ইলেট্রি সাপ্লাই এলাকা থেকে এই ৩ শিশুকে উদ্ধারের পর গতকাল বুধবার সাড়ে ১০টার দিকে হাজী পাড়া পুলিশ সুপারের কার্যলয়ে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন , শিশু গুলি চুরির সাথে সাথেই আমরা আশে পাশের জেলা গুলোতে জানানো হয় এবং খোজ খবর নেয়ার পর । এই ঘটনার এক ঘন্টা পর জানা যায় । জাউয়াবাজার এলাকায় এই ৩ শিশুকে ফেলে যাওয়া হয়েছে । পুলিশ গিয়ে সেখানে উদ্ধার করে এবং শিশু চুরির বিষয়ে তেমন কিছু জানতে পারা যায়নি । তিনি আরো বলেন , চুরি করার সময় যে স্প্রে মারা হয় তার কোন আলামত পাউয়া যায়নি । স্প্রে মারলে এত তারাতারি চেতনা ফিরে আসেনা । শিশুরা স্বাভাবিক ভাবেই কথা বলছে। তাদের কথা বলায় অনেক গড়মিল রয়েছে । এখনি কোন কিছু বলা যাচ্ছে না । মনে হচ্ছে অপহরন কারীরা সুনামগঞ্জের স্থানীয় আবার বাহিরের ও হতে পারে । আমরা অপহরন কারীদের খুজে বাহির করার চেষ্টা করব ।