মাধবপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার দাবিতে মানবন্ধন

madhabpur pic 28-10-15 1হামিদুর রহমান,মাধবপুর থেকে: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় উন্নয়নে প্রয়োজন,পেশাজীবি প্রশাসন,সময়ের প্রয়োজন,পেশাজীবি প্রশাসন এ স্লোগানকে সামনে রেখে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয় । ৮ম জাতীয় স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূর্নবহালসহ উপজেলা পরিষদে হস্তানরিত দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ভাতাদিতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর বাতিলসহ উপজেলাকে কার্যকর করতে ইউএনও‘র কর্তৃত্ব বাতিল করে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করা, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে মাধবপুর উপজেলা প্রকৃচি- বিসিএস ক্যাডার, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুর ১২ থেকে ১ টা পযর্ন্ত উপজেলা পরিষদের সামনের রাস্তায় । মানববন্ধন কর্মসূচী চলাকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সারোয়ার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, শিক্ষাকর্মকর্তা মমতা কর্মকার,মৎস কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, প্রকল্প কর্মকর্তা মোঃ ছাদু মিয়া প্রমূখ ।