গোলাপগঞ্জে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের উদ্যোগে মানববন্ধন

Golap pic-1কে.এম. আব্দুল্লাহ, গোলাপগঞ্জ সিলেট থেকে ঃ গোলাপগঞ্জে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সংলগ্ন গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ও উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. রনজিৎ কুমার আচার। সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ খায়রুল আমিনের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফনিন্দ্র চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাছুম আহমদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খাদিজা খাতুন, চৌঘরি গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মুন্তাকিন। মানবন্ধনে উপজেলা পরিষদের হস্তান্তরিত ১৭টি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করে তারা তাদের ৬ দফা দাবী সম্বলিত ব্যানার প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তারা উপজেলা পরিষদের ন্যাস্ত ১৭টি দপ্তরের সেলফ-ড্রয়িং অফিসারদের বেতন বিল ও অফিস ব্যবস্থাপনা সহ কেন্দ্রীয় কর্মসূচী ও বাস্তবায়ন বিলে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর করা সংক্রান্ত অফিস স্মারক সংশোধন, অগণতান্ত্রিক আমলাতন্ত্র বাতিল সহ অষ্টম বেতন স্কেল ২০১৫ তে সিলেকশন গ্রেড টাইম স্কেল পূনর্বহাল ও দেশের সামাজিক উন্নয়ন নিশ্চিত করে জননেনেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ সালে উন্নত বিশে^ পরিণত করতে একটি গণমুখী, কল্যাণধর্মী, পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার আহবান জানান।