সড়ক দুর্ঘটনা রোধে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে গণস্বাক্ষর সম্বলিত স্বারকলিপি প্রদান
গণস্বাক্ষর নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়রের কাছে সড়ক দুর্ঘটনা রোধে ব্যাটারিচালিত অটো রিকশা নিষিদ্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার দুপুরে স্মারকলিপি প্রদান করেছেন মৌলভীবাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। এ সময় উপস্থিত ছিলেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পিতা অধ্যাপক করুণাময় রায়, ছেলে প্রকৃতিময় রায় অঙ্কুর এবং স্ত্রী অপরাজিতা রায়।
নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, প্রেসকাব সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, চেম্বার অব কমার্সের পরিচালক হাসিব হোসেন খান বাবু, বিএমএ সভাপতি ডা. শাব্বির খান, লেখক গবেষক মাহফুজুর রহমান, বিজেনস ফোরামের সদস্য সচিব শাহাদাত হোসেন সহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারেরা।
এছাড়া মৌলভীবাজারের পৌর মেয়র, জেলা পরিষদ প্রশাসক এবং উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য গত ২৪ অক্টোবর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে ভারসাম্যহীন ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া গতির কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনায় সংস্কৃতি কর্মী গৌতম রায় এবং এক শিশু সহ তিনজন প্রাণ হারান। একইভাবে সাম্প্রতিক সময়ে একের পর এক নাগরিকেরা রিকশার হালকা কাঠামোর মধ্যে অশ্বশক্তি যুক্ত করায় রিকশার ওজন এবং গতির মধ্যে ভারসাম্যহীনতার কারণে সড়ক দুর্ঘটনার শিকার হন।