সিলেটে “জাতীয় স্যানিটেশন মাস ২০১৫ উদযাপিত

29.10.15 (1)“সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৯ অক্টোবর, ২০১৫ ইং তারিখে বিভাগীয় প্রশাসন,সিলেট ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিলেট সার্কেল এর উদ্যোগে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও ইউনিসেফ এর সহযোগিতায় “জাতীয় স্যানিটেশন মাস ২০১৫ উদযাপন” উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে নগরী প্রদক্ষিণ করে কবি নজরুল ইসলাম অডিটরিয়াম, রিকাবিবাজারে গিয়ে শেষ হয়। পরে কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত), সিলেট এর সভাপতিত্বে উক্ত র‌্যালি ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দীন আহমেদ, কমিশনার, সিলেট বিভাগ, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল আহসান, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট। আলোচনাসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোঃ সারোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিলেট। এরপর ব্র্যাক ও ইউসিসেফ তাদের কার্যক্রম তুলে ধরেন। বিশেষ অতিথি, সভাপতি ও প্রধান অতিথি তাদের বক্তব্যে ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও ইউনিসেফ এর কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং শতভাগ স্যানিটেশনের জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।