তৃতীয়বারের মত এশিয়া কাপ আয়োজনে বাংলাদেশ!
সুরমা টাইমস ডেস্কঃ ২০১২ এশিয়া কাপের স্মৃতি কি কখনো ভুলতে পারবে এ দেশের ক্রিকেট সমর্থকেরা। মাত্র ২ রানের জন্য ফাইনালে সেবার পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। যে টুর্নামেন্টে ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা।
গত এশিয়া কাপের স্মৃতিটা অবশ্য একটু তিক্ত। তবে এবার টানা তৃতিয়বারের মত এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২৪ ফ্রেব্রুয়ারী ২০১৬ থেকে ৬ মার্চ ২০১৬ প্রর্যন্ত খেলার সময়সূচী নির্ধারন করা হয়েছে। সিঙ্গাপুরে এশিয়া ক্রিকেট কাউন্সিল সভায় এ সিন্ধান্ত হয়।