ভারী ট্রাক চলাচল বন্ধের দাবীতে মেট্রোপলিটন পুলিশ কাছে স্মারক লিপি প্রদান

20151026160359সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর অভ্যান্তরে ভারী ট্রাক চলাচল বন্ধের দাবীতে ও যত্রতত্র অবৈধ স্ট্যান্ড-এর প্রতিবাদে আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ বরাবরে এক স্মারক লিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি গ্রহণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান। স্মারকলিপিতে বলা হয় আম্বরখানা এলাকা দিয়ে ভারী ট্রাক চলাচল বিকেল ৫টার পরিবর্তে রাত ১২টার পরে এবং অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ড অপসারণ, ফুটপাত দখলকৃত অবৈধ হকার উচ্ছেদ, ভাসমান মাদক ব্যাবসায়ী ও ব্যাবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা।সোমবার সাড়ে ১১টায় এসএমপি সম্মেলন কক্ষে সকল ব্যাবসা প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষক-প্রতিনিধি, কাউন্সিলরদের নিয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ঐক্যমত পোষন করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান বলেন, আম্বরখানা বাজার ব্যাবসায়ী কমিটি সিলেটের একটি ঐতিহ্যবাহী সংগঠন। মানুষের কল্যাণে এ সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। স্মারকলিপিতে যে সকল সমস্যা চিহ্নিত হয়ে এসেছে তা অনেকদিন ধরে চলে আসছে। এ সমস্যা সমাধানে শীগ্রই কার্যকরী ভুমিকা নেয়া হবে। পুলিশ জনগনের বন্ধু। জনগণ পুলিশের সাথে থাকলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতা অব্যাহত থাকবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগ-এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটি’র সভাপতি কুতুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ গুলজার আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মজুমদারী পঞ্চায়েত কমিটির ফারুক আহমদ, বজলুর রহমান বাবুল, আকরার বক্ত মজুমদার, আম্বরখানা পঞ্চায়েত কমিরি সম্পাদক আফিকুর রহমান আফিক, বিশিষ্ট মুরুব্বী আব্দুল মন্নান পুতুল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক চৌধুরী (মতি), গোয়াইটুলা মসজিদের মোতাওয়াল সুলেমান হোসেন, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ, সহ সভাপতি আলাউদ্দিন আহমদ মুক্তা, সহ সভাপতি আইনুল মিয়া, সাংগঠানিক সম্পাদক আয়েজুর রহমান চৌধুরী,
সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক ইয়াহিয়া আহমদ, ধর্ম সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য বদরুজ্জামান সেলিম, সদস্য আব্দুল আহাদ সুমন, আবুল কালাম ফনিক, ভয়েস অব আমেরিকা সিলেট বিভাগের সভাপতি নাহিদ উদ্দিন জুয়েল, সহ সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, বাজার কমিটির সদস্য ও স্বাধীন সামাজিক সংগঠনের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, ওয়েভস এর সাধারণ সম্পাদক আব্দুল আলিম জুয়েল, সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সহ সভাপতি আফজাল হোসেন, হিউম্যান রাইটের সভাপতি দিলোয়ার খান, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাংগঠানিক সম্পাদক আলী আহসান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, লোহারপাড়া মসজিদের মোতাওয়ালি ইয়াহিয়া খান, কমিটির সদস্য শাকারিয়া হোসেন শাকির, ব্যাবসায়ী নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন, কয়েস আহমদ, শাহান আহমদ চৌধুরী, একরাম চৌধুরী, এহসান উদ্দিন তাপাদার, মির্জা ফায়েজুল করিম প্রমুখ।