আখালিয়ায় সাদ হত্যা : স্ত্রী-সন্তানসহ ৫ জনের রোমহর্ষক স্বীকারোক্তি!

akhaliaসুরমা টাইমস ডেস্কঃ নগরীর আখালিয়ার সাদিকুর রহমান সাদ (৩৭) খুনের ঘটনায় স্ত্রী-সন্তানসহ ৫ জন আদালতে ১৬৪ ধারায় রোমহর্ষক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। সোমবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হকের কাছে তারা স্বীকারোক্তি প্রদান করেন।
স্বীকারোক্তি প্রদানকারীরা হচ্ছেন নিহত সাদের স্ত্রী সৈয়দা রাখা বেগম (৩৫), তার ছেলে নাদিরুল জামাল কমল (১২), কুমারগাঁও শেখপাড়ার বাসিন্দা মৃত আব্দুল হান্নানের ছেলে আলী হোসেন (২৫), বিয়ানীবাজার কাটরিয়া গ্রামের বাসিন্দা ফখরুল ইসলামের ছেলে রেজওয়ান হোসেন (২৪) ও সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ফতেপুরের বাসিন্দা রফিক মিয়ার ছেলে তাজ উদ্দিন (১৬)।
তাদের স্বীকারোক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন।
গত ১৯ অক্টোবর সিলেট নগরীর আখালিয়া নোয়াপাড়া বন্ধন ডি/৭ নং বাসার বাসিন্দা সাদিকুর রহমান সাদের মৃত্যু হয়। তবে সাদ স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলে দাবি করেন তার স্ত্রী রাখা। তবে সাদের পরিবার এটাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করে। এর প্রেক্ষিতে জালালাবাদ থানা পুলিশ গতকাল রবিবার ভোর রাতে ওই ৫ জনকে গ্রেফতার করে।