গোলাপগঞ্জে আটক বিএনপির নেতৃবৃন্দের মুক্তির দাবীতে পৌর যুবদলের উদ্যোগে সভা অনুষ্ঠিত
কে.এম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ থেকে ঃ গোলাপগঞ্জে পৌর যুবদলের উদ্যোগে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী ও অর্থ সম্পাদক শুয়াইবুর রহমান মিজুসহ আটক নেতৃবৃন্দের মুক্তির দাবীতে সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পৌর যুবদল সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরান আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ছালিক আহমদ। পৌর যুবদলের অর্থ সম্পাদক তাহির আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন নাজিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাজু আহমদ চৌধুরী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শেবু আহমদ। বক্তব্য রাখেন পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমএ কাদির, সহ-সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, অলিউর রহমান, উপজেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম, এমএ শহীদ, রেজাউল হক রণি, তুহিন আহমদ, পৌর ছাত্রদল নেতা রায়হান আহমদ, ফয়সল আহমদ, রুবেল আহমদ, প্রজন্ম দলের সভাপতি নাছির আহমদ আবেদন, জুবের আহমদ, মাছুম আহমদ, শিমুল আহমদ, জামিল আহমদ প্রমুখ।