শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে যাত্রা শুরু হলো গ্র্যান্ড মুবিন রিসোর্টের
জীবন পাল, শ্রীমঙ্গল প্রতিবেদক: চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পর্যটকদের আকৃষ্ট করতে ও পর্যটকদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। সেই পর্যটকদের কথা বিবেচনা করেই শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে যাত্রা শুরু হলো আধুনিক আর একটি রির্সোট , গ্র্যান্ড মুবিন রিসোর্টের ।
রোববার সকালে শ্রীমঙ্গল রাধানগর এলাকায় লাউছড়া বনের সন্নিকটে প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত গ্র্যান্ড মুবিন রিসোর্টে এর সফট ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিন। গ্র্যান্ড মুবিন রিসোর্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসী আব্দুল মুবিন তফাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু, পর্যটন পুলিশের সিনিয়র এ এস পি মো. মোশারফ, ডা. আকাইদুজ্জামান, ডা. মিজানুর রহমান, ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক ইসমাইল মাহমুদ, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে ও রিসোর্টের ম্যানেজার তোফায়েল তফাদার।এছড়াও আরো উপস্থিত ছিলেন রিসোর্টটির এ উদ্বোধনকে সামনে রেখে ১৬ জন বিশেষজ্ঞ ডাক্তারের পরিচালনায় ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আগে অতিথিরা কেক কেটে প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা এ রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।