নারী নির্যাতনকারী কুনু মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন

নারী নির্যাতনকারী কুনু মিয়ার দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার
বাস্তবায়ন ফাউন্ডেশন, সিলেট সিটি অঞ্চল ও জেলা অঞ্চলের উদ্যোগে মানববন্ধন

IMG_8800 copyনারী নির্যাতনকারী, যৌতুক লোভী, লম্পট বিয়ে পাগল, কুনু মিয়ার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, সিলেট সিটি অঞ্চল ও জেলা অঞ্চলের উদ্যোগে এক মানববন্ধক কর্মসূচি পালন করা হয়। সিটি কাউন্সিলর শামীমা স্বাধীনের সভাপতিত্বে ও মানবাধিকর সংগঠনের সিটি অঞ্চলের সভাপতি রেহেনা ফারুক শিরীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ নেতা সাদিকুর রহমান সাদিক, যুবলীগ নেতা সেলিম আহমদ, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদ, মহিলা নেত্রী জাহানারা ইয়াসমিন, জাসাস নেতা কয়েস আহমদ সাগর, জালাল উদ্দিন শামীম, যুবলীগ নেতা এমদাদ হোসেন ইমু, আব্দুল ওয়াদুদ সোহাগ, মানবাধিকারের প্রশাসনিক কর্মকর্তা মমিনুর রহমান জনি, যুবলীগ নেতা মুহিবুর রহমান রনি, এছাড়া অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিক্ষীকা মাসুুমা আক্তার চৌধুরী, ছাত্র নেতা ওলিউর রহমান, ছাত্র নেতা আলী আকবর রাজন, উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক হিফজুর রহমান, জাসাস নেতা মঈন উদ্দিন, মানাবাধিকারের সদস্য মরিয়ম বেগম, সেলন বেগম, মাহমুদা খাতুন, সেজু বেগম, সুলতানা বেগম, শাহিদা বেগম, নূর জাহান বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ছালিক আহমদ, রিপন আহমদ ও সাফিয়া বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী নির্যাতনকারী যৌতুক লোভি, বিয়ে পাগল কুনু মিয়াকে স্ত্রী নির্যাতনের পর পুলিশ আটক করলেও তাকে অজ্ঞাত কারণে সাধারণ ভাবে ফৌজদারী আইনে গ্রেফতার দেখানো হয়েছে। মূলত এ ঘটনায় নারী শিশু নির্যাতন আইনে গ্রেফতার দেখানোর কথা থাকলেও প্রশাসনের দূর্ণীতির কারনে তাকে ফৌজদারী আইনে গ্রেফতার দেখানো হয়েছে। অবিলম্বে ফৌজদারী আইনী গ্রেফতার বাতিল করে কুনু মিয়াকে নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেফতার দেখানোর জন্য মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়। তা না হলে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, সিলেট সিটি অঞ্চল ও জেলা অঞ্চল আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।