শেরে বাংলা’র জন্ম বার্ষিকী গুণীজন সংবর্ধনা পেলেন সিলেটের আত্মকর্মী সৈয়দা রাবেয়া

Image-1109 copyশেরে বাংলা এ কে ফজলুল হক এর ১৪২তম জন্ম বর্ষিকী উপলক্ষে শেরে বাংলা’র কর্মময় জীবন, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার কাজী নজরুল ইসলাম এভিনিউ বাংলা মটর ঢাকা বিশ্ব সাতিহ্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শেরে বাংলা এ কে এম ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের সাবেক তথ্য সচিব প্রধান উপদেষ্ঠা সৈয়দ মাগুব মোর্শেদের সভাপতিত্বে ও শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের মহা সচিব মোঃ আর কে রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোঃ আমিরুল কবির চৌধুরী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কণ্ঠশিল্পী আব্দুল জব্বার, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, সহ সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সিলেটের আত্মকর্মী, মাদার তেরেসা এ্যাওয়ার্ড ও নেলসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড প্রাপ্ত সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দা রাবেয়া আক্তার রিয়া গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোঃ আমিরুল কবির চৌধুরীর হাত থেকে এ এ্যাওয়ার্ড গ্রহণ করেন।