গোলাপগঞ্জে পুলিশের সাথে চালকের হাতাহাতি, সড়ক অবরোধের চেষ্ঠা

কে.এম. আব্দুল্লাহ, গোলাপগঞ্জ থেকে ঃ গোলাপগঞ্জে ট্রাফিক পুলিশের সাথে এক চালকের হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রতিবাদে পরিবহন শ্রমিকরা অবরোধের চেষ্ঠা করে। পরে পুলিশ প্রশানের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করেন পরিবহন শ্রমিকরা।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রোবাস (সিলেট মেট্রো ছ-১১-০৩৪৯) চালক নাছির আহমদকে সিগনাল দেন টিএসআই নজরুল ইসলাম। চালক মাইক্রোবাসটি থামালে তাহার যানবাহনের কাগজ পত্র দেখে ওই মাইক্রোবাসের টেক্স, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ না থাকায় মোটনযান আইনে একটি মামলা করেন। পরে তিনি উপস্থিত নগদ জরিমানা চাইলে চালকের সাথে কাথাকাটাকাটি হয়। পরিবহন শ্রমিকেরা অভিযোগ করেন, এক পর্যায়ে টিএসআই নজরুল ইসলাম চালক নাছির আহমদের শরীরে আঘাত করেন। ঘটনার পর পর পরিবহন শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে এবং সিলেট জকিগঞ্জ সড়কে অরোধের চেষ্ঠা করে। এরই মধ্যে টিএসআই নজরুল ইসলাম ঘটনাস্থল ত্যাগ করেন। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহির, এসআই কাজি মোক্তাদির, এসআই আতিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের আশ্বস্ত করে অবরোধ প্রত্যাহার করেন।