মৌলভীবাজারে বিভিন্ন পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদান
গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর সভার বিভিন্ন ওয়ার্ড ও মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজু রহমান ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে পৃথক পৃথকভাবে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অনুদান প্রদান করেন ও সুব্রত পুরকায়স্থ এর ব্যক্তিগত তহবিল থেকেও বিভিন্ন পূজা মন্ডপের কমিটি নেতৃবৃন্দের হাতে অনুদান দেন।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য প্রাণ গোপাল রায়, এডভোকেট রাধাপ্রদ দেব সজল, চ্যানেল এস ইউকের প্রডিউসার সুভাস পাল কানু, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ নজমুল হক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবু হোসেন রওনক, সহ সভাপতি আব্দুস সুবহান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, সহ সাধারণ সম্পাদক সুয়েব খান, ধর্ম বিষয়ক সম্পাদক মমশাদ সুমিত, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সঞ্চয় নাথ প্রমুখ।