গোলাপগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা পূজা সমাপ্ত হয়েছে

12115584_1630658080532630_2759242808516202177_n copyকে.এম. আব্দুল্লাহ, গোলাপগঞ্জ থেকে ঃ গোলাপগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অধিকাংশ পূজা মন্ডমের দুর্গা পূজা সমাপ্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে মহা নবমী ও সকাল ৮টায় বিজয়া দশমী শুরু হয়। দুপুর ১টায় মহা প্রসাদ বিতরণ এবং রাত ৮টার দিকে দেবী বিসর্জনের পর প্রসাদ বিতরণ করা হয়। উৎসবময় পরিবেশে পূজা শেষে শুভা যাত্রা সহকারে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ থেকে পাশ্বর্তী সুরমা, কুশিয়ারা ও কুড়া নদী ও কিছু কিছু এলাকায় দিঘি ও পুকুরে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এবারের দুর্গা পূজায় উপজেলার ৫৩টি সার্বজনীন ও ব্যক্তিগত ৯টি ব্যক্তিগত পূজা মন্ডপের প্রায় সবগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। আজ শুক্রবার উপজেলার প্রচীনতম মন্দির ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির প্রাঙ্গনস্থ পূজামন্ডপে দেবী বিসর্জন প্রদান করা হবে। গত মঙ্গলবার উপজেলার বিশিষ্ট জন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। তাদের মধ্যে রয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক সিরাজুল জব্বার চৌধুরীসহ বিশিষ্টজন।
এদিকে আজ সকাল ১০টায় ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মন্দির প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা সেক্রেটারী লিপটন রঞ্জন রায় তালুকদার অনুরোধ জানিয়েছেন।