সরকারের সকল ষড়যন্ত্র রুখতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে
পাটলী ইউনিয়ন বিএনপির সম্মেলনে কর্নেল আলী
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে ঐক্যবদ্ধ হয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের পতন আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এই সরকার মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। কথায় কথায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা ও নির্যাতন করে ক্ষমতায় ঠিকে থাকতে চায়। তাই এই জালিম সরকারকে দুর্বার আন্দোলনের মাধ্যমে হঠিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, বিএনপিকে নেতৃত্ব শূণ্য করার জন্য আওয়ামী বাকশালী সরকার সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রাণী করছে। তাই সরকারের সকল ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলী ইউনিয়ন শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় রসুলগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. শফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য আব্দুন নূর ও ইউনিয়ন বিএনপির সদস্য, ইউনিয়ন যুবদলের সভাপতি এমএ কয়েছের যৌথ পরিচালনার অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈনউদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম সদস্য মো. কবির আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি উপজেলা বিএনপির সদস্য এমএ মুকিত, উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম খসরু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ও মিরপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি এমএ নুর, উপজেলা বিএনপির সদস্য ও মিরপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আখলুল করিম, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের আহবায়ক মো. দিলু মিয়া।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেতা খলিলুর রহমান, আব্দুল সোবহান, জুবায়ের আহমদ আবু, গোলাম রাব্বানি রুনু, মতিউর রহমান বাবলু, সাদিকুর রহমান নান্নু, উপজেলা যুবদল নেতা নেওয়ার খান, জহিরুল ইসলাম লেবু, আলিম উদ্দিন, জামাল উদ্দিন, হাফিজুর রহমান, সুয়েব আহমদ, উপজেলা ছাত্রদল নেতা জুবেদ আলী লখন, হাজি হারুনুর রশীদ হারুন, সেকুল ইসলাম আসকা, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি আবুল হাসনাত আমীর, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ মোহাদ্দিস আহমদ, মামুন মিয়া, আলিউল রহমান, ফয়জুল ইসলাম জনি, পারভেজ মিয়া, ফাহিম মিয়া, পৌর ছাত্রদল নেতা নুরুল আমীন, জাকির হোসাইন, জুনেদ মিয়া, আকমল মিয়া, পৌর সেচ্ছাসেবক দল নেতা শামীম আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা এমএ নূর, ১ নং ওয়ার্ডের সভাপতি মো, আবর আলী, সাধারণ মো. শামরান খান, ২ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক বাবুল মিয়া পীর, ৩ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সভাপতি মস্তফা আলম, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, ৫ নং ওয়ার্ডের সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ৬ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মো. এমরান রেজা ৭ নং ওয়ার্ডের সভাপতি মো. নুর মিয়া, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. কিম্মত আলী, ৯ নং ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইলিয়াস মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ রাসেল বক্স, যুবদল নেতা শিপন আহমদ, সুলেমান আহমদ, আব্দুল মমিন, হারুন মিয়া, আতিকুর নুর, আব্দুল রউফ, মন্টু মিয়া, সুমন তালুকদার, ইউনিয়ন ছাত্রদল নেতা খালেদ আহমদ, খালিক আহমদ, আব্দুল মুহিত, জয়নুর আহমদ, সাহেদ রানা, পারভেজ মিয়া, সুয়েক আহমদ, হুমায়ূন কবির চৌধুরী প্রমুখ।
পরে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক লে. কর্নেল সৈয়দ আলী আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রথম সদস্য কবির আহমদ এর পরিচালনার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। পাটলি ইউনিয়ন বিএনপির সভাপতি পদে শফিকুল ইসলাম সফিক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে আব্দুন নূর ও মো. খলিলুর রহমান রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের গোপনীয় ভোটে সাধারন সম্পাদক পদে এমএ নূর ৯ ভোট পেয়ে পাটলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বি খলিলুর রহমান আট ভোট পেয়ে পরাজয় মেনে নেন। বিজ্ঞপ্তি