জাতীয় হিন্দু মহাজোট চুনারুঘাটের উদ্যোগে সার্বজনীন শারদীয় দুর্গোৎস ধুমধামে পালন

20151021_141644চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে সার্বজনীন শারদীয় দুর্গোৎস নানা আয়োজনে পালন করা হচ্ছে। এবারই প্রথম চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডে মহাজোটের ব্যানারে আয়োজনে নান্দনিক রুপে মা-দুর্গাকে সাজানো হয়েছে। পাশাপাশি গাছ না কেটে, গাছ লাগান পরিবেশ বাচাঁন এবং কৃষকের গরু দিয়ে হালচাষের চিরাচিত দৃশ্য ও ‘স্বাধীনতা তুমি’ কবিতার তাল গাছে বাবুই পাখির বাসা নিয়েও আলোকিত থিম (মুর্তি) পুজারীদের নজর hINDU JUTEকাড়ে। চুনারুঘাট জাতীয় হিন্দু মহাজোট সভাপতি সুবির দেব জানান, মহাজোটের ব্যানারে বাংলাদেশে একমাত্র চুনারুঘাটে প্রথম আমরা সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছি। এজন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি এডঃ গোবিন্দ চন্দ্র কামিনী চুনারুঘাট মহাজোটে ও পুজা কমিটির নের্তৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছন। পুজা উৎযাপন কমিটির সভাপতি রঞ্জন পাল জানান, আমরা পুজা উৎসব আয়োজনে পুজারীবৃন্দের যতেষ্ট সারা পেয়েছি। এ আয়োজনে মহাজোট কমিটির সেক্রেটারি রামশংকার ভট্টাচার্য্য, মিন্টু দেব, প্রবীন কপালী, মনোজ কান্তি পাল রিংকুসহ অনেকেই সার্বক্ষনিক দায়িত্ব পালন করেছেন। গতকাল রাত ৯টায় চ্যানেল আই এর সেরা কন্ঠের শিল্পীর ভক্তিমুলক গান পরিশেন করে শ্রোতাদের মনমুগ্ধ করেন। আজ নবমী ও দশমী শেষে আয়োজনের সমাপ্তি ঘটবে।